দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভোট পরবর্তী অশান্তি এবার বাঁকুড়ার পাত্রসায়র ব্লকে। ভাঙা হল বিজেপির দলীয় কার্যালয়। এমনকি বিজেপি নেতার বাড়িতে ইট বৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ অনুযায়ী, পাত্রসায়র ব্লকের নারায়ণপুরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাত্রসায়র ব্লকের কাঁকরডাঙ্গা সংলগ্ন এলাকায় বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তমালকান্তি গুইয়ের বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে ইট বৃষ্টি চালানোর অভিযোগ উঠেছে। এমনকি জেলা সম্পাদকের বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব।
একই অভিযোগ জানান, সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস । সারা ভারতবর্ষে জুড়ে নির্বাচন হয়েছে কোথাও সন্ত্রাস নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে। যদিও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানিয়েছেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই ধরনের সংস্কৃতিতে তৃণমূল বিশ্বাস করে না। এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।