West Bengal

1 week ago

Arjun Singh: অর্জুন সিংকে আবারও নোটিশ পুলিশের

Arjun Singh
Arjun Singh

 

বারাকপুর, ৫ এপ্রিল : ফের অর্জুন সিংকে নোটিশ পুলিশের। জানা যাচ্ছে, শনিবার দুপুরের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এও খবর, শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে নথি-সহ লাইসেন্সপ্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। গত ২৬ মার্চ রাতে, জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে পুলিশ। তবে তিনি হাজিরা দেননি।

You might also like!