West Bengal

2 weeks ago

Poet Arun Chakraborty passed away: কবি অরুণ চক্রবর্তী প্রয়াত, শোকের আবহ বাংলার লোকসংস্কৃতি জগতে

Poet Arun Chakraborty passed away
Poet Arun Chakraborty passed away

 

কলকাতা, ২৩ নভেম্বর : বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হয়েছেন। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতেই ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। অরুণ চক্রবর্তীর প্রয়াণে শোকের আবহ বাংলার লোকসংস্কৃতি জগতে।

শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে। সঙ্গে লেখালিখিও করতেন। তাঁকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’।

You might also like!