দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের নতুন উদ্যোগ হিসেবে চালু করা হলো পিঙ্ক মোবাইল ভ্যান। এই উদ্যোগের মূল লক্ষ্য পথ চলতি নারীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে সক্রিয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, মহিলাদের যাতায়াতের এলাকাগুলিতে এই মোবাইল ভ্যান সদা উপস্থিত থাকবে এবং হেল্প লাইন নম্বরে ফোন করলে দ্রুত এই পিঙ্ক মোবাইল ভ্যান পৌঁছে যাবে ঘটনাস্থলে। মহিলাদের সুরক্ষার দিকটি আরও জোরদার করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য জেলা আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলা পুলিশ মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।