খড়গপুর, ৫ এপ্রিল : পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশের ভূমিকারও নিন্দা করেছেন তিনি। দিলীপের কথায়, পশ্চিমবঙ্গে যে কোনও কর্মসূচির জন্যই আদালত থেকে অনুমতি নিতে হয়। রামনবমীতে হাওড়ায় জোড়া মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এ প্রসঙ্গে শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "বাংলায় যে কোনও কর্মসূচির জন্য আমাদের আদালতের অনুমতি নিতে হয়। এখানকার সরকার ও পুলিশ আমাদের অনুমতি দেয় না। রামনবমীর শোভাযাত্রা হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি অনুসারে পরিচালিত হবে। শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা, কোনও বাধা তৈরি না করা পুলিশের দায়িত্ব। কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে অসদাচরণ করে এবং তারপর আদালতে গিয়ে বলে যে অনুমতি দেওয়া উচিত নয়।"