জলপাইগুড়ি, ২১ আগস্ট : জলপাইগুড়ির মার্চেন্ট রোডে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। মঙ্গলবার রাতে মার্চেন্ট রোডের সমাজপাড়া মোড়ে রাস্তার উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ। যে সময় বহুতলের একাংশ ভেঙে পড়ে তখন নীচে কেউ ছিলেন না, তাই আহত হননি কেউ। তবে, বহুতলের নীচে বেশ কিছু দোকান রয়েছে। দোকানদারদের অভিযোগ, এর আগেও পুরসভাকে চিঠি দিয়ে পরিত্যক্ত বহুতলটি ভেঙে ফেলার আর্জি জানানো হয়েছে। কিন্তু পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। জরাজীর্ণ বহুতল ভেঙে পড়ার পর প্রশাসনকেই দুষছেন সবাই।