কলকাতা, ১৬ সেপ্টেম্বর : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে জড়িত থাকার অভিযোগে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিহারের মুজফ্ফরপুর থেকে পাকড়াও করা হয়েছে এক অভিযুক্তকে। ধৃতের নাম শশিভূষণ। সূত্র মারফত খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার রাতেই ধৃতকে আনা হয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। শুক্রবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে খবর।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, জাবির আনসারিকে জেরা করেই শশিভূষণের সন্ধান পেয়েছে সিবিআই। ‘শার্প শুটার’ জাবিরকে সিবিআই গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড থেকে। শুক্রবার শশিকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে সিবিআই আবার তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন কংগ্রেস কাউন্সিলর। এই খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই খুনের ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এই মামলায় এ পর্যন্ত ছ’জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার শশিভূষণকে গ্রেফতারির পর এই সংখ্যা হল সাত।