আসানসোল, ১০ আগস্ট : পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে শুক্রবার মধ্যরাতে একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হয়েছে চারটি দেশি বন্দুক এবং দু’টি কার্তুজ। কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোস্টে গিরিডি থেকে বাবুইঘাঁটিগামী একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হয়েছে এই আগ্নেয়াস্ত্রগুলি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম সেলিম আনসারি। সূত্রের খবর, সেলিম গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশে যাচ্ছিলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।