দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সরকারি স্কুলে উন্নত মানের পড়াশোনার প্রস্তাব শিক্ষকদের সংগঠন শিক্ষা আলোচনা সোসাইটির। এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার রাজ্য স্তরের সপ্তম বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হলো হলদিয়ার পুনর্বাসন হাই স্কুল অডিটোরিয়ামে । এই আলোচনা সভায় শিক্ষার বিভিন্ন রকম প্রস্তাব গৃহীত হয়ে থাকে ।যা অবশ্য পরে সরকারিভাবে রূপদান করে ।
এদিন আলোচনা সভার মাধ্যমে আটটি প্রস্তাব গৃহীত হয় ।এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় , যেখানে শিক্ষক ও শিক্ষার্থী মিলেমিশে সম্মেলন হবে । এতদিন শুধুমাত্র শিক্ষকরা সম্মেলন করতো । এবার থেকে নতুন এক উদ্যোগ প্রস্তাব নেওয়া হয়েছে । বেশ কিছু অভিভাবকের প্রবণতা রয়েছে সরকারি স্কুলে তার সন্তানকে না পড়িয়ে,বেসরকারি স্কুল ,কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে । সেজন্য সরকারি স্কুলে উন্নত মানের পড়াশোনার পরিকাঠামো তৈরি করতে পারলে ,আবার সরকারি স্কুল জনপ্রিয় হবে । সম্মেলনে এমনই আলোচনা আলোচিত হয়।