শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর : এবার শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পথে ট্রেনে বসেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, তিস্তা নদী, মহানন্দা অভয়ারণ্য, পাহাড়ি ঝরনা দেখা যাবে। শুধু তাই নয়, ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি খাদ্যরসিকেরা স্বাদের মজাও নিতে পারবেন। ভিস্তা ডোম ট্রেনের সঙ্গে রেস্তোরাঁ কোচও রাখা হয়েছে।
এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা আগেই শুরু হয়েছিল। এবার পুজোর আগে ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা শুরু হল ওই পথে। ফলে সোমবার থেকেই এই ট্রেনটি পাহাড়ে ছোটা শুরু করল।
সাধারণ টয় ট্রেনের মতো এনজেপি স্টেশন থেকেই ছাড়ল ভিস্তা ডোম টয় ট্রেনটি। পুজোর প্রাক্কালে, সোমবার সকালে এনজেপি স্টেশনে সবুজ পতাকা নেড়ে এই টয় ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসূল গুপ্তা। এছাড়া এই বিশেষ ট্রেনের পাহাড়ে যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।