দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) চেতন কুমার শ্রীবাস্তব আজ কাটিহার ডিভিশনের অধীন নিউ জলপাইগুড়িতে সুরক্ষিত ট্রেন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন বিভিন্ন স্তরের ফিল্ড আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মত বিনিময় অনুষ্ঠানে জিএম-এর সঙ্গে ছিলেন কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার, হেডকোয়ার্টার ও ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকগণ। ছিলেন লোকো ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর প্রভৃতি বিভিন্ন স্তরের ফিল্ড সুপারভাইজার।
জেনারেল ম্যানেজার তাঁর বক্তব্যে রেলওয়ের সমস্ত আধিকারিককে সতর্ক থাকতে এবং যে কোনও মূল্যে সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন। মত বিনিময়ের সময় বিভিন্ন পরামর্শও প্রদান করেছেনি।জিএম শ্রীবাস্তব নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের আপগ্রেডেড রানিং রুমও পরিদর্শন করেছেন। এই রানিং রুম বিশ্রাম ও মনোরঞ্জনের জন্য চালক এবং গার্ড সহ ট্রেন পরিচালন কর্মীরা ব্যবহার করেন। রানিং রুমটি লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং অন্যান্য ট্রেন চালানোর সঙ্গে জড়িত কর্মীদের জন্য স্বগৃহ থেকে দূরে একটি বাড়ি হিসেবে কাজ করে। জেনারেল ম্যানেজার রানিং রুমে উপলব্ধ পরিকাঠামো ও সুযোগ-সুবিধা পরীক্ষা করেন। তিনি লোকো পাইলটদের সাথেও মতবিনিময় করেছেন।স্টেশনগুলিতে রেলওয়ে আধিকারিকদের সাথে বার্তালাপ করে বিভিন্ন বিষয়ে ফিডব্যাক চান তিনি। এছাড়া বিভিন্ন সুরক্ষা সম্পর্কিত বিষয়ে তাঁদের সচেতনতা সম্পর্কে অবগত হয়েছেন জিএম।