West Bengal

2 weeks ago

Naushad car met with accident: হাওড়ায় নওশাদের গাড়িতে লরির ধাক্কা, দুর্ঘটনার থেকে রক্ষা ভাঙড়ের বিধায়কের

Naushad car met with accident
Naushad car met with accident

 

হাওড়া, ১২ এপ্রিল : কলকাতা থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে তাঁর গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি ট্রাক এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। তবে এই দুর্ঘটনায় আহত হননি বিধায়ক নওশাদ।

পুলিশ জানিয়েছে, কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন আইএসএফ বিধায়ক সিদ্দিকি। সিগন্যালে তাঁর গাড়ি ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দাঁড়িয়েছিল। তখনই বাঁ দিক থেকে একটি ট্রাক এসে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে খবর, ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের দিকের একটি টায়ার ফেটে যায়। এই ঘটনায় বিধায়ক অল্পের জন্য রক্ষা পান। তিনি বা তাঁর গাড়িচালক এবং নিরাপত্তারক্ষীদের কেউ আহত হননি। দুর্ঘটনার পরে বিধায়কের জন্যে বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়।

You might also like!