West Bengal

1 month ago

Visva Bharati University:হোস্টেলে রহস্যজনক মৃত্যু বিশ্বভারতীর ছাত্রীর, বিক্ষোভ পড়ুয়াদের

Mysterious death of Visva Bharati student in hostel, students protest
Mysterious death of Visva Bharati student in hostel, students protest

 

শান্তিনিকেতন, ৬ সেপ্টেম্বর : এক ছাত্রীর অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্বভারতীতে। মৃত ছাত্রীর নাম অনামিকা সিং। তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি বারাণসীতে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তিনি শান্তিনিকেতনের আম্রপালি গার্লস হোস্টেলে থাকতেন।

বৃহস্পতিবার বিকেলে ওই হোস্টেল থেকে উদ্ধার হয় অনামিকার দেহ। আদতে বারাণসীর ওই বাসিন্দা আম্রপালি হস্টেলেরই আবাসিক ছিলেন। ছাত্রীর মৃত্যুর পর হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ এবং বিশ্বভারতী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পড়ুয়াদের একাংশ। রাতে পুলিশ আধিকারিক এবং বিশ্বভারতীর কর্মসচিব হোস্টেলে পৌঁছলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

You might also like!