মুর্শিদাবাদ, ১৬ এপ্রিল : ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে অশান্ত হয়েছে, তারপর থেকে কয়েকদিন অতিক্রান্ত হয়েছে। তবুও এখনও থমথমে রয়েছে পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা লাগাতার টহল দিচ্ছেন। দোকান-বাজার খুলেছে, তবুও যেন পরিস্থিতি থমথমে রয়েছে।
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ধুলিয়ান শহর গত ১১ এপ্রিল অশান্ত হয়ে উঠেছিল, সেখানে বুধবারও নিরাপত্তা বাহিনী রয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা এখন শান্তি চাইছেন। বুধবার সকালে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, "এখানে যা ঘটেছে তা ঠিক নয়। ওয়াকফ আইনের বিরোধিতা করার নামে হিন্দুদের বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সকল হিন্দু এবং মুসলিম এখানে একসঙ্গে থাকে, কিন্তু যদি কেউ বাইরে থেকে এসে দাঙ্গা উস্কে দেয়, তাহলে তা ভুল। আমরা চাই সবাই শান্তিতে থাকুক এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।"