West Bengal

11 months ago

Teenager drowned : নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার, শোকস্তব্ধ পরিবারের সদস্যরা

Teenager drowned (symbolic picture)
Teenager drowned (symbolic picture)

 

কোচবিহার, ৪ জুলাই ঃ গতকাল অর্থাৎ বুধবার বিকেলে কোচবিহারের পুটিমারিতে সুটুঙ্গা নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হলো বৃহস্পতিবার সকালে। এদিন সকালে দুয়াই সুয়াই এলাকার ঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ছুটে যায় নিখোঁজ কিশোরের পরিবারের লোকজনরা। তাঁরা মৃতদেহটি শনাক্ত করেন। প্রসঙ্গত, বুধবার বিকেলে জীবন বর্মন (১২) নামে এক কিশোর স্নান করতে নেমে সুটুঙ্গা নদীতে তলিয়ে গিয়েছিল। পুলিশ এদিন মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিশোরের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।

You might also like!