West Bengal

3 weeks ago

Mass resignation:গণইস্তফা পদত্যাগ হিসাবে গ্রাহ্য নয়, স্পষ্ট করে দিল রাজ্য সরকার

Mass resignation is not acceptable as resignation, the state government clarified
Mass resignation is not acceptable as resignation, the state government clarified

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানালেন ম‌ুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিতে কিছু দিন আগেই একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। আলাপন বলেন, “প্রতিটি ক্ষেত্রেই ‘গণইস্তফা’-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়।

এই ‘গণইস্তফা’ কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা প়ড়েছে।”

You might also like!