West Bengal

1 year ago

Mamata on a mountain tour:সোমবার পাহাড় সফরে মমতা, রাজনৈতিক মহলে জল্পনা

Mamata Banerjee
Mamata Banerjee

 

শিলিগুড়ি, ৪ জুন  : আগামীকাল সোমবার দার্জিলিংয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত বিমানে বিমানবন্দরে নেমে সরাসরি পাহাড়ে পৌঁছে যাওয়ার কথা রয়েছে তাঁর। মমতার কর্মসূচি নিয়ে প্রশাসনের তরফে আগাম কিছুই জানানো হয়নি।

তবে মমতার এই সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। আগামী বছর লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে বিজেপি ইতিমধ্যেই দার্জিলিং নিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে। পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকের তোরজোড় শুরু করেছে নর্থ ব্লক। পাশাপাশি পাহাড়ের পঞ্চায়েত ভোটও সমতলের সঙ্গেই করে ফেলার সিদ্ধান্ত পাকা হয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের বর্তমান রাজনৈতিক অবস্থা বুঝে নিতে চাইছেন মমতা।

পাহাড় ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠকে আদৌ প্রয়োজন রয়েছে কিনা সেটাও তিনি অনীত থাপাদের পাশাপাশি অন্য দলের কাছেও বুঝে নিতে চাইছেন। চারদিনের এই সফরে ৭ জুন শিল্প সম্মেলন ছাড়া মুখ্যমন্ত্রীর নির্ধারিত আর কোনও কর্মসূচি নেই। ২০২৪ এ লোকসভা ভোটে দার্জিলিং দখলে পেতে এখন থেকেই অনীতদের পাশে নিয়ে মাটি তৈরির ছক কষাই মমতার এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।


You might also like!