West Bengal

1 week ago

Mamata Banerjee:মন্ত্রীদের পুজোর চেয়ে বন্যায় বেশি নজর দেওয়ার নির্দেশ মমতা

Mamata directs ministers to pay more attention to floods than pujas
Mamata directs ministers to pay more attention to floods than pujas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- যে সমস্ত মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীরা পুজোর চেয়ে বন্যায় বেশি নজর দিন। এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিতে হবে। আর যে সমস্ত এলাকায় বন্যা হয়নি সেখানে মন্ত্রীরা বন্যা দুর্গত এলাকার জন্য পর্যাপ্ত ত্রাণ সংগ্রহ করে পাঠান। পুজোর পাশাপাশি বন্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।  মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজোর মুখে বন্যায় ভাসছে একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণের বহু জেলা প্লাবিত। ঘরছাড়া অন্তত কয়েক লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্যের মন্ত্রীদের বিশেষ নির্দেশ দিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, মন্ত্রীদের পুজোর চেয়ে বেশি বন্যার দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।


You might also like!