West Bengal

2 weeks ago

Malda's Manikchak Ghat collapse: মালদার মানিকচক ঘাটে ভাঙন, আতঙ্কে দিশেহারা স্থানীয় মানুষজন

Malda's Manikchak Ghat collapse
Malda's Manikchak Ghat collapse

 

মালদার, ১৯ নভেম্বর : মন্ত্রীর পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই মালদার মানিকচক ঘাটে আচমকা ভাঙন শুরু হল। গঙ্গার এক কিলোমিটার অংশ জুড়ে শুরু হয়েছে ভাঙন। মঙ্গলবার ভোররাত দুটোয় শুরু হয়ে ভোর পর্যন্ত ভাঙন চলে। ওই এলাকায় নদীর ধারে প্রচুর অস্থায়ী দোকান ছিল। ভাঙনের ফলে সব নদী গর্ভে চলে গিয়েছে। যার জেরে হাহাকার পড়ে গিয়েছে গোটা এলাকায়।

গঙ্গার গর্জন শুনে সোমবার রাতেই স্থানীয়রা নদীর পারে ছুটে যায়। রাতের অন্ধকারেই স্থানীয় বাদিন্দারা তাদের দোকানপাট সরানোর চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়েই প্রশাসন ও পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। স্থানীয় ব্যবসায়ীরাও হাজির রয়েছে। গঙ্গার ভাঙনকে ঘিরে ব্যাপক আতঙ্ক শুরু হয়েছে এলাকার মানুষের মধ্যে। উল্লেখ্য,সোমবারই মালদার মানিকচক ও রতুয়ার ভাঙন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া।

You might also like!