West Bengal

1 month ago

Malda water logging situation : মালদায় বৃষ্টিতে জলবন্দি পরিস্থিতি, নিকাশির অভাবে চরম দুর্ভোগ

Malda water logging situation (symbolic picture)
Malda water logging situation (symbolic picture)

 

মালদা, ৫ আগস্ট : ভারী বৃষ্টির কারণে মালদা জেলার হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সীনগর, বিবেকানন্দপল্লী, ভরপাড়া–সহ একাধিক এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এলাকাগুলি হাঁটু থেকে প্রায় কোমড় সমান জলে ডুবে রয়েছে। নিকাশির অভাবে স্থানীয় বাসিন্দারা কার্যত ঘরবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টির জল জমে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে এই দুর্ভোগ। আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল এখানে জমা হয়েছে। স্থানীয় নর্দমাগুলি আবর্জনায় ভরে গিয়ে নিকাশির পথ বন্ধ হয়ে গেছে। গত কয়েকদিনে ভারী বৃষ্টির প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাজারহাট, চিকিৎসা, স্কুল, কলেজে যাতায়াত সবই বন্ধ হয়ে পড়েছে। এমনকী পানীয় জলের কল পর্যন্ত জলের তলায় ডুবে গেছে, ফলে বাসিন্দারা খাবার জল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা এই জলাবদ্ধতার ফলে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। সকলেরই দাবি, জল নিকাশির সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

এদিকে, নিকাশি ব্যবস্থার ব্যর্থতা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মন্ডলের নেতৃত্বে থাকা এই এলাকায় শতাধিক মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বিজেপি পরিচালিত পঞ্চায়েত নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে। যদিও, বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন।


You might also like!