West Bengal 6 months ago

Bagtui Case : দীর্ঘ দিন পালিয়েও শেষরক্ষা হল না, বগটুই-কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সোনা শেখ

Bagtui Case

 

সিউড়ি, ১৯ সেপ্টেম্বর : বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় সাত মাসের মাথায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত সোনা শেখকে। রবিবার রাতে বীরভূমের সিউড়ি এলাকা থেকে সোনা শেখকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। তাঁর বিরুদ্ধে রয়েছে ভাদুকে খুনের অভিযোগ। ধৃতকে জেরা করা হচ্ছে।

গত ২১ মার্চ খুন হয়েছিলেন রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সোনা। এর পর ওই রাতেই বগটুইয়ে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয় সোনার বাড়িতেও। পর দিন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় সাত জনের দগ্ধ দেহ। ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল সোনা। রবিবার রাতে সেই সোনা ধরা পড়েছে সিবিআই-এর জালে। তাঁকে জেরা করে বগটুই-কাণ্ডের অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

You might also like!