West Bengal

7 months ago

Lawyers march against police in Basirhat:বসিরহাটে পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের মিছিল

Lawyers march against police in Basirhat
Lawyers march against police in Basirhat

 

উত্তর ২৪ পরগণা, ১৩ ফেব্রুয়ারি  : মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।

সোমবার বিকাশ সিংহকে যখন পুলিশ আদালতের বাইরে থেকে গ্রেফতার করে তখন সেখানে উপস্থিত আইনজীবীদেরও ধাক্কাধাক্কি এবং মহিলা আইনজীবীকে শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। দুপুর পর্যন্ত যা সিদ্ধান্ত যে, এই কর্মবিরতি লাগাতার চলবে।

এদিন বিকাশ সিংহ এবং উত্তম সর্দারকে বসিরহাট আদালতে তোলা হল। আদালতে ঢোকার সময় বিজেপি নেতা বিকাশ বলেন, ‘‘সন্দেশখালিকে বাঁচান, সন্দেশখালির মহিলাদের বাঁচান, আমাকে আবার ফাঁসানো হয়েছে।”


You might also like!