West Bengal

2 weeks ago

Landslides again in Darjeeling and Kalimpong:দার্জিলিং ও কালিম্প‍ঙ-এ ফের ধস, ভারী বর্ষণ চলছে সিকিমেও

Landslides again in Darjeeling and Kalimpong
Landslides again in Darjeeling and Kalimpong

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়। বিগত ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তিস্তার। সিকিমেও ভারী বর্ষণ চলছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। দু’দিনের ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা-সহ অন্যান্য নদী।

দার্জিলিং ও কালিম্প‍ঙ-এ ফের ধস নেমেছে।  দ্রুত গতিতে জল বাড়তে থাকে তিস্তা নদীতে। তার মধ্যেই দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়তে হচ্ছে। আর তার জেরেই তিস্তা নদীর পারের জনপদে আতঙ্ক ছড়িয়েছে। সারা রাত ধরে বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালিম্পংয়ের মেল্লিতে ধস নেমে রাস্তা অবরুদ্ধ। অন্য দিকে, দার্জিলিং জেলার চিত্রেতে নতুন করে ধস নেমেছে।

You might also like!