কোচবিহার, ২৬ আগস্ট: মিলছে না পানীয় জল । তাই কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
সেখানকার কলাবাগান এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা পুরসভার পাইপ লাইনের মাধ্যমে দেওয়া পানীয় জল পাচ্ছেন না। বারবার স্থানীয় কাউন্সিলার মায়া সাহাকে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে বাসিন্দাদের। সেই সামর্থ্য যাদের নেই, তাঁরা টিউবয়েলের জল খাচ্ছেন। এই পরিস্থিতিতে সোমবার কলাবাগান এলাকায় আসেন কাউন্সিলার। সেইসময় তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।
ক্ষুব্ধ বাসিন্দারা জানান, দ্রুত পাম্প মেরামত করে পরিষেবা স্বাভাবিক করতে হবে। কাউন্সিলার বলেন, পা’ম্পটি বিকল হয়ে যাওয়ার জন্যই সমস্যা হয়েছে। সেটি দ্রুত মেরামত করা হবে। অস্থায়ী জলের ট্যাঙ্ক দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।‘