West Bengal

8 months ago

Kurmi Andolon : নজিরবিহীন অবরোধ কুড়মি জনগোষ্ঠীর, চতুর্থ দিনেও বিপর্যস্ত রেল পরিষেবা

kurmi andolon at four days today at Kolkata
kurmi andolon at four days today at Kolkata

 

পুরুলিয়া, ২৩ সেপ্টেম্বর : পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশনে শুক্রবার নিয়ে চতুর্থ দিনও আদিবাসী-কুড়মি সমাজের রেল অবরোধ চলছে। নজিরবিহীন এই অবরোধের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ও খড়গপুর ডিভিশনের ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ। একগুচ্ছ দুরপাল্লার ও লোকাল ট্রেন এদিনও বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। অনেক ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, তফশিলী উপজাতি তালিকাভুক্ত হওয়ার দাবিতে কুড়মি জনগোষ্ঠীর এই আন্দোলন। এ ছাড়া কুড়মালি ভাষাকে পাঠ্য করার দাবিও রয়েছে ওই আন্দোলনের মূলে। রয়েছে কুড়মিদের সারনা ধর্ম চালু করার দাবিও।


You might also like!