পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল : ডিআই অফিসে তালা ঝুলিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিলও করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে হবে, ফেরাতে হবে চাকরি, এই দাবিতে সরব হয়েছেন তাঁরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা তাঁরা। যদিও সরকারের তরফে এখনও বরখাস্তের চিঠি পাননি তাঁরা হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘যোগ্য’দের পাশে তিনি থাকবেন। কিন্তু তার পরও চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের কিছু অংশ।
বুধবার মেদিনীপুর শহরে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। প্রতীকী স্ট্রেচার নিয়ে মিছিল করেন এবং আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ন্যায়বিচার দাবি করেন। একজন মহিলা বিক্ষোভকারী বলেছেন, "আমরা এখানে এসে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি, কারণ আমাদের দাবি হল যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে হবে। আমাদের তালিকা যত তাড়াতাড়ি সম্ভব ওয়েবসাইটে আপলোড করা হোক। এছাড়াও, যেহেতু আমাদের কাছে আসল ওএমআর নেই, তাই প্রবেশকৃত এবং টেন্ডার না দেওয়া তথ্য আলাদা করার পরপরই এর প্রতিচ্ছবি ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। এটাই আমাদের একমাত্র দাবি। উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না।"