West Bengal

1 week ago

Incocome tax raid liquor factory:হুগলিতে মদের কারখানায় আয়কর হানা, চারিদিক ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

Incocome tax raid liquor factory
Incocome tax raid liquor factory

 

হুগলি, ২১ নভেম্বর : হুগলির পোলবায় আচমকাই মদের কারখানায় হানা দিল আয়কর দফতর। মঙ্গলবার ভোরে আয়কর দফতরের পাঁচটি গাড়ি পৌঁছয় অ্যালপাইন ডিস্‌টিলারিস প্রাইভেট লিমিটেডের কারখানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও সেখানে যান। বাইরে থেকে তাঁরা ঘিরে ফেলেন ওই কারখানাকে। কাউকে ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে দেওয়া হয়নি।

পোলবা থানার অন্তর্গত মহনাদ গ্রামে অ্যালপাইন ডিস্‌টিলারিসের কারখানা রয়েছে। সেখানকার অন্যতম ডিরেক্টর দেবরাজ মুখোপাধ্যায়। এই কারখানার অধিকাংশ শেয়ার রয়েছে দিল্লির একটি সংস্থার হাতে। স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে বিশেষ ব্র্যান্ডের ‘রাম’ প্রস্তুত করা হয়। এ ছাড়া, ইথানলও তৈরি করা হয় এই কারখানায়। ইনাথল মদ তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। কারখানাটিতে প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করেন।


You might also like!