বনগাঁ, ৫ জুন: রাজ্যজুড়ে বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে, এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হল কিশোরের। সোমবার সকালে বনগাঁর বক্সী পল্লীতে বোমা ফেটে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। শৌচাগারের ভিতরেই বোমা রাখা ছিল বলে অনুমান।
বিস্ফোরণের পর ওই কিশোরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত বালকের বয়স ১১ বছর, তাঁর বাড়ি সুভাষপল্লীতে। এদিন সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। তখনই বোমা ফেটে সে গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।