পুরুলিয়া, ১ জুলাই : পুরুলিয়ার সাঁতুড়ির মধুকুন্ডা বাজারে পথ দুর্ঘটনা। সোমবার সকালে এক যুবক মধুকন্ডা বাজারের রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইককে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন বাইক চালক। বাইকটি লরির নীচে ঢুকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় চালকের একটি পা ভেঙে গিয়েছে। আহতকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার প্রতিবাদে মধুকুণ্ডা-সড়বড়ি সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় লরিটি। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে ১০ মিনিটের মধ্যেই অবরোধ উঠে যায়।