West Bengal

2 weeks ago

Anubrata Mondal:দিদির জন্য আছি; বরাবরই থাকব, প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের

Anubrata Mondal
Anubrata Mondal

 

বীরভূম, ২৪ সেপ্টেম্বর : দিদির জন্য আছি; বরাবরই থাকব, জেল-মুক্তির পরই জানিয়ে দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সোমবার রাতে দিল্লির তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ভোরে দমদম বিমানবন্দর থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা দেন তিনি।

বীরভূমে যাওয়ার পথে বর্ধমানের গুসকরার কাছে কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি। সেই সময় গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান শারীরিক সমস্যার কথা। একইসঙ্গে তিনি বললেন, “আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি।” সঙ্গে বললেন, “দিদির জন্য আছি, বরাবরই থাকব।”

You might also like!