West Bengal

1 year ago

হলদিবাড়িতে রেকর্ড সংখ্যক যাত্রী নিয়ে ভারতে প্রবেশ করল মিতালি এক্সপ্রেস

Mitali Express
Mitali Express

 


হলদিবাড়ি. ৩০ সেপ্টেম্বর  : ৩৯৭ জন যাত্রী নিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে খালপাড়ায় অবস্থিত আন্তর্জাতিক গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করল মিতালি এক্সপ্রেস । শুক্রবার প্রবেশ করে ট্রেনটি।

বাংলাদেশ রেলমন্ত্রক সূত্রে খবর, ট্রেনটিতে যাত্রা করার জন্য ৪০৭ জন যাত্রী বুকিং করেন। কিন্তু শেষপর্যন্ত ৩৯৭ জন যাত্রী ট্রেনটিতে চেপে যাত্রা করেন। যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এম মাসুদ হাসান। পরিবারের তিনজন সদস্য নিয়ে শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

মিতালি এক্সপ্রেস ট্রেনের বাংলাদেশের সহকারী লোক মাস্টার মহম্মদ মাজেদ মিয়াঁ জানান, পুজোর জন্য সাতদিনের সরকারি ছুটি রয়েছে। সেই উপলক্ষ্যে উত্তরবঙ্গে ছুটি কাটাতে একসঙ্গে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা ভারতে এসেছেন। এছাড়াও সম্প্রতি ভুটানের গেট খুলে যাওয়ায় পর্যটকদের মধ্যে উৎসাহ দ্বিগুণ হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা দেরিতে হলদিবাড়ি স্টেশন ছেড়ে এনজেপির উদ্দেশে রওনা হয় ট্রেনটি।


You might also like!