দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- নাগাড়ে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। তার মধ্যেই সকালে ধস নামে দার্জিলিংয়ের লেবং কার্ট রোড এলাকায়। তবে এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং ও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে। উল্লেখ্য, টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশকিছু নদীর জল বিপদসীমা ছুঁতে পারে বলে আশংকা করা হচ্ছে। একটানা বৃষ্টিতে তিস্তা, মহানন্দা, রায়ডাক, সংকোশ উত্তরবঙ্গের একাধিক নদীতে নতুন করে জল বাড়তে শুরু করেছে। এদিক বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানা গেছে।