Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

West Bengal

1 month ago

CV Ananda Bose:উত্তরবঙ্গের দুর্যোগে রাজ্যপাল সরাসরি পরিদর্শনে, খোলা ‘পিস রুম’

CV Ananda Bose
CV Ananda Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ, প্রকৃতির রোষে বিপর্যস্ত মানুষ। দার্জিলিংসহ বিভিন্ন অঞ্চলে ভূমিধস ও ধসে ভেঙে গেছে রাস্তা, নিম্নাঞ্চল প্লাবনের শিকার হয়েছে। প্রাণহানির খবরও এসেছে। এই ভয়ংকর পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ ছুটে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গেছে, দুপুর নাগাদ তিনি ঘটনাস্থলে পৌঁছাবেন, সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দুর্গতদের সঙ্গে দেখা করবেন।

অন্যদিকে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’। সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও প্রয়োজনে কিংবা সাহায্য চেয়ে দুর্গত এলাকা থেকে মানুষ র‍্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যে যোগাযোগের একটি নম্বর এবং ইমেলও রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। নম্বর এবং ইমেল আইডিটি হল – ০৩৩–২২০০১৬৪১ এবং peaceroomrajbhavan@gmail.com।

এই সেলের সমন্বয়কারী হিসাবে একজন অফিসার অন স্পেশাল ডিউটিকে নিয়োগ করা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পীড়িত দুর্গত মানুষের পাশে থাকতে আজ, সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

শিলিগুড়িতে পৌঁছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, শনিবার মধ্যরাত থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ত্রাণ ও উদ্ধারকার্য নিয়ে দফায় দফায় নির্দেশ দেন প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের।

বাড়ি থেকে ভার্চুয়ালি বৈঠক করেন উত্তরবঙ্গের পাঁচ জেলাশাসকের সঙ্গে। পর্যটকরা যেখানে রয়েছেন, সেখানেই থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, তাঁদের উদ্ধারের যাবতীয় ব্যবস্থা করছে পুলিশ ও প্রশাসন। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের ও মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

You might also like!