মুর্শিদাবাদ, ২ অক্টোবর : মুর্শিদাবাদের সাগরদিঘিতে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি বাস। একটি সরকারি বাস ও একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের কয়েকজনকে ছেড়েও দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ধাক্কা লাগার পর বেসরকারি বাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপরে উঠে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।