জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর : জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। যার মধ্যে রয়েছে- ১৫০৭৮ গোমতিনগর-কামাখ্যা এক্সপ্রেস, ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরুপ এক্সপ্রেস, ১৩১৪৭ শিয়ালদহ- বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১২৫০৬ আনন্দ বিহার- কামাখ্যা এক্সপ্রেস। এই ট্রেনগুলি মাথাভাঙা-নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ কোচবিহার- মাথাভাঙা- রানীনগর দিয়ে। সেগুলি হল- ২০৫০১ তেজস রাজধানী এক্সপ্রেস, ১৪০৩৭ পূর্বাতর সর্ম্পক ক্রান্তি এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৫১০ গুয়াহাটি- বেঙ্গালুরু এক্সপ্রেস, ২০৫০৫ ডিব্রুগড়- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দুটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি- নিউ মাল-হাসিমারা-আলিপুরদুয়ার জংশন-সিমূলতলা হয়ে। ট্রেনগুলি হল- ১৫৬২৫ দেওঘর- আগরতলা এক্সপ্রেস, ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। সঙ্গে আংশিক বাতিল করাও হয়েছে। ট্রেনটি হল- ১৫৭০৪ বনগাইগাঁও- নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। ট্রেনটি কোকরাঝড়- নিউ জলপাইগুড়ির মধ্যে মঙ্গলবার বাতিল থাকবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনে ঘটেছে দুর্ঘটনাটি। ওই মালগাড়িটির বেশ কিছু কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। বৈদ্যুতিক তারও ছিঁড়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এদিন সকালে নিউ ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে আসছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল। রেললাইন থেকে নেমে যায় কয়েকটি চাকা। লাইনের ধারে যে বিদ্যুতের খুঁটি ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল জোনের সিপিআরও জানিয়েছেন, আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি স্টেশনে লাইনচ্যুত হয়ে যায় খালি মালগাড়ির ৫টি বগি। অন্য রুটে ট্রেন চালানো হয়, ট্রেন চলাচল প্রভাবিত হয়নি। অলিপুরদুয়ারের ডিআরএম-সহ অন্যান্য রেল আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। স্টেশন সুপারিনটেনডেন্ট মুকেশ কুমার বলেছেন, মঙ্গলবার সকাল ৬.২০ মিনিট নাগাদ মালগাড়িটি লাইনচ্যুত হয়। হতাহতের কোনও খবর নেই।