শিলিগুড়ি, ১৭ নভেম্বর : শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালগাড়ি (বিটিপিএন ইঞ্জিন)। বৃহস্পতিবার রাত ১০.২০ মিনিট নাগাদ শিলিগুড়ি লাগোয়া রাঙাপানিতে ওই মালগাড়িটি (শুধুমাত্র তেল বহন) লাইনচ্যুত হয়। এর জেরে চটেরহাটে আটকে পড়ে এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেস। এনজেপিতে আটকে পড়ে ব্রহ্মপুত্র মেল-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
রেল সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এনআরএল-এ প্রবেশের সময় মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ট্রেনের বগিগুলি মেন লাইনে আটকে যাওয়ার কারণে রেলগেট এবং মেন লাইন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখানে যায় রাঙাপানি ফাঁড়ির পুলিশও। ঘণ্টাখানেক বন্ধ থাকে রেল পরিষেবা। পাশাপাশি ফাঁসিদেওয়া-মেডিকেল মোড় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অন্য ইঞ্জিন লাগিয়ে মালগাড়িটি সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। খুলে দেওয়া হয় মেন লাইনও।