West Bengal

1 year ago

Sikkim Tourism : পর্যটকদের জন্য সুখবর! দেড় মাস পরে ফের চালু করা হচ্ছে সিকিমগামী জাতীয় সড়ক

Sikkim High Way (File Picture)
Sikkim High Way (File Picture)

 

২১ নভেম্বর, শিলিগুড়িঃ বড়দিনের আগাম সুখবর সিকিমগামী পর্যটকদের জন্য। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে সিকিমগামী জাতীয় সড়ক মেরামতির পর ১০ নম্বর জাতীয় সড়ক ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। 

সিকিমের লোনাক হৃদে বিস্ফোরণের জেরে ধস নেমে ব্যাপক খতিগ্রস্থ হয় সিকিমের এই লাইফ লাইন। ফলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। প্রায় দেড় মাস পর ফের স্বাভাবিক হতে চলেছে জাতীয় সড়ক। সিকিমের সঙ্গে এ রাজ্যের যোগাযোগ ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। সমতল থেকে সিকিমগামী এই রাস্তা চালু করে দেওয়ার কারণে পর্যটনের হাল ফিরবে বলেই আশা ব্যবসায়ীদের।

সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের কিছু অংশে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হলেও বাকি অংশে নিরাপদে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। শীতের শুরুতেই পর্যটক টানতে পুরোপুরি তৈরি সিকিম। সিকিম পর্যটন দফতরে সচিব বন্দনা ছেত্রী জানিয়েছেন, সোমবার থেকে পর্যটকদের জন্য সিকিম প্রবেশের ১০ নং জাতীয় সড়ক খুলে দেওয়া হয়েছে। সিকিমে বেড়াতে এলে পর্যটকদের কোনও বিপদের মধ্যে পড়তে হবে না বলেই জানান হয়। যদিও উত্তর সিকিমের কিছু অংশে পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় পর্যটকদের ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। গ্যাংটক, নামচি, সোরেং, গেজিং, পাকিয়ং এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সেই কারণে ওখানে নিরাপদে পর্যটকরা যেতে পারেন। 

You might also like!