West Bengal

4 months ago

Gas cylinder burst incident in Karandighi:করণদিঘীতে গ্যাস সিলিন্ডার ফেটে অঘটন, আহত পাঁচ শিশু-সহ ২৫

Gas cylinder burst incident in Karandighi
Gas cylinder burst incident in Karandighi

 

করণদিঘী, ৩১ জুলাই : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের খুদুরগাছি এলাকায় একটি সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। রয়েছে ৫টি শিশুও। তাদের মধ্যে কাউকে রায়গঞ্জ হাসপাতাল, কাউকে পূর্ণিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এই দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার খুদুরগাছি এলাকার একটি বাজারে সোনার দোকানে আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ ও দমকল বাহিনী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

You might also like!