জয়নগর, ২২ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের আগুন লাগলো একটি পোশাক কারখানায়। সোমবার ভোররাতে আগুন লাগে জয়নগর থানার জয়নগর-১ ব্লকের বামনগাছি অঞ্চলের দলুয়াখাকী গ্ৰামের লস্কর পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাত তিনটে নাগাদ রহমাতুল্লাহ লস্করের কারখানায় আগুন লাগে।
অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সেলাই মেশিন ও তৈরি থাকা প্যান্ট-সহ একাধিক জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গিয়েছে। খবর পেয়ে স্থানীয়রা এসে কোনওক্রমে আগুন আয়ত্তে আনে। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।