কোচবিহার, ২ আগস্ট : নাকা চেকিংয়ে আবারও গাঁজা উদ্ধার করল কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ। শুক্রবার সকালে অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস থেকে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। পাচারকারী সন্দেহে দুই যুবককে আটক করেছে মাথাভাঙা থানার পুলিশ। আটক দুই যুবকের নাম কুণাল হালদার ও শুভঙ্কর হালদার।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই পাচারকারীর বাড়ি মায়াপুর নবদ্বীপ এলাকায়। যাত্রীবাহী বাসটিকে আটক করেও তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার সকালে অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস, ওই বাসে তল্লাশি চালিয়ে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।