মুর্শিদাবাদ, ২৭ আগস্ট : বর্ষার মরশুমে ফের ফের ভাঙন মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে। গঙ্গায় তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি, জমি। আতঙ্কে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদে। মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের লোহরপুর গ্রামে কয়েক মিটার জমি ধসে নদীতে চলে গিয়েছে। জলের স্রোতে পাড়ের মাটি ধসে লাগাতার ভাঙন চলছে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় নদীর পাড় ভাঙছে। তবে এদিন সকাল থেকে সেই ভাঙন আরও বেড়ে গিয়েছে। আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। এই বছর বর্ষার মরশুমে এই নিয়ে পরপর ৪-বার গঙ্গা ভাঙনের মুখোমুখি হলেন সামশেরগঞ্জের বাসিন্দারা।