West Bengal

3 weeks ago

Howrah warehouse collapsed : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ার ঘুসুড়িতে মৃত্যু হল চার শ্রমিকের

howrah warehouse collapsed (symbolic picture)
howrah warehouse collapsed (symbolic picture)

 

হাওড়া, ১৯ সেপ্টেম্বর : হাওড়ার ঘুসুড়িতে গুদামের ছাদ ভেঙে, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। বুধবার রাতে তাঁরা ওই গুদামে ঘুনিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ঘুসুড়়ির জেএন মুখার্জি রোডের ওই গুদামের ছাদ ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা, তাঁরা দেখেন গুদামের ছাদের একাংশ ভেঙে পড়েছে।

খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। পুলিশ জানিয়েছে, মৃত চার জন হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো।

You might also like!