West Bengal

2 weeks ago

Road accident in Murshidabad: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু, ব্যাপক উত্তেজনা

Road accident in Murshidabad
Road accident in Murshidabad

 

মুর্শিদাবাদ, ২ এপ্রিল :  মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কন্টেনারবাহী একটি ট্রেলারের ধাক্কায় গত রাতে এক নাবালক-সহ চার জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাক বাংলো-জামিয়া কাটান এলাকায় ঘটেছে। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ তুলতে এসে পুলিশকেও বাধার সম্মুখীন হতে হয়। জানা গিয়েছে, জামিয়া কাটান এলাকায় একটি মোটরবাইকে চেপে চার জন ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় ফরাক্কার দিকে যাওয়া একটি কন্টেনার গাড়ি দ্রুত গতিতে এসে ওই বাইককে ধাক্কা মারে, দুর্ঘটনায় তিন জন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়, এক নাবালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন - এজাজ শেখ, তৌহিদ শেখ, জাহুল শেখ এবং আসিফ শেখ। সকলের বাড়ি ফরাক্কার উত্তর মহাদেবনগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশের তোলা আদায় থেকে বাঁচতে দ্রুত গতিতে কন্টেইনারটি পালাচ্ছিল, সেই সময় ধাক্কা মারে বাইকে। দুর্ঘটনার পর সামশেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহগুলি জাতীয় সড়ক থেকে উদ্ধার করতে এলে আশপাশের গ্রাম থেকে প্রচুর বাসিন্দা এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের উর্ধতন কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


You might also like!