দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় নতুন করে গুলিবর্ষণ হয়েছে। তবে দুটি ঘটনায় হতাহতের কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রাপ্ত খবরে প্রকাশ, মঙ্গলবার রাতে চূড়াচাঁদপুর জেলার অন্তর্গত কাংভাইয়ের কাছে ফৌ-গাক-চাও ইখাইয়ের আশপাশে এ ঘটনা ঘটেছে। বলা হচ্ছে, পাহাড়ের ওপর থেকে ২০ রাউন্ডের বেশি গুলি বর্ষণ হয়েছে।
এছাড়া বিষ্ণুপুর জেলার অধীনে থিনুঙ্গেই মানিং এবং নিংথোখং মানিংয়ের কাছে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনায় সন্দেহভাজন কুকি জঙ্গিরা জড়িত বলে ধারণা করছে পুলিশ।সংঘর্ষ-প্রবণ এলাকাগুলিতে আরও সিংসার সম্ভাবনা রয়েছে বলে প্ৰশাসনিক কর্তৃপক্ষ উচ্চ সতর্কতায় রয়েছে।