আসানসোল, ১ অক্টোবর : চলন্ত পুলকারে আগুন! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের কাকড়শোল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল পুলকারটি। যাওয়ার সময় কাকড়শোল এলাকায় ওই পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায়।
সেই ধোঁয়া দেখেই চালক গাড়ি থামিয়ে পড়ুয়াদের নামিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই পুলকারে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছয় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লেগে ভস্মীভূত হয়েছে পুলকারটি। যদিও তাতে থাকা সকল পড়ুয়ারা সুরক্ষিত রয়েছে।