West Bengal

3 weeks ago

Malda fake notes and arms case : মালদায় ২০ হাজার টাকার জালনোট ও আগ্নেয়াস্ত্র–সহ যুবক গ্রেফতার

Fake notes and Firearms (symbolic picture)
Fake notes and Firearms (symbolic picture)

 

মালদা, ২০ সেপ্টেম্বর : মালদা জেলার চাঁচল থানার পুলিশ ২০ হাজার টাকার জালনোট ও একটি আগ্নেয়াস্ত্র–সহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর খানপুর ঘাট থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে। ধৃত যুবকের নাম আনারুল হক, তার বাড়ি চাঁচলের জানিপুর এলাকায়।

চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হয় এবং পুলিশ সাতদিনের হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আনারুল দীর্ঘদিন ধরে জালনোট পাচারের সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও, কয়েকমাস আগে গাজোলে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র সাপ্লাই দেওয়ার সঙ্গে সে যুক্ত ছিল বলে সন্দেহ করছে পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।c

You might also like!