West Bengal

1 week ago

Bankura:বাইকে বিস্ফোরক বহনের সময় বিস্ফোরণ, বাঁকুড়ায় মৃত্যু এক ব্যক্তির

Explosion while carrying explosives on bike, one person died in Bankura
Explosion while carrying explosives on bike, one person died in Bankura

 

বাঁকুড়া, ৩১ আগস্ট : বাঁকুড়া জেলার শালতোড়া থানা এলাকায় বাইকে ডিটনেটর জাতীয় বিস্ফোরক বহন করার সময় তা ফেটে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালতোড়া থানা এলাকায় বেশ কিছু বেআইনি পাথর খাদান রয়েছে। সেইসব খাদানে পাথরের চাঁই ভাঙার জন্য ডিটোনেটর, ডিনামাইট, জিলেটিন স্টিক প্রভৃতি ব্যবহার করা হয়।

ওইসব বিস্ফোরক সামগ্রী চোরাপথে আমদানির পর গোপন ডেরায় মজুত করা হয়। পরে তা রাতের অন্ধকারে খাদানে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে ওই বাইক আরোহী একটি ব্যাগে ওই জাতীয় সামগ্রী নিয়ে যাচ্ছিল। সম্ভবত, অন্ধকারে কোনওভাবে বাইকটি উল্টে যায়। ব্যাগের উপর চাপ পড়ার ফলে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় তাঁর। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

You might also like!