West Bengal 7 months ago

Election commission meeting on vote : পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক, বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা

Election commission meeting on vote

 

কলকাতা, ৮ আগস্ট : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন সোমবার বৈঠকে বসেছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্যর পৌরহিত্যে ওই বৈঠকে এলাকা পুনর্বিন্যাস ও আসন সংরক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকরা।

সময়ের বিচারে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা ২০২৩ সালের মে মাসে। তবে রাজ্য নির্বাচন কমিশনের কিছু তৎপরতা দেখে পঞ্চায়েত ভোট এগিয়ে আসার চালু জল্পনা আরও জোরদার হচ্ছে সংশ্লিষ্ট মহলে। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রাথমিক পর্যায়ে আসন ‘ডিলিমিটেশন’ বা পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ শুরু করতে বলা হয়েছে। সোমবার তা নিয়েও আরও একপ্রস্থ আলোচনা হয়েছে।


You might also like!