দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলাদেশের প্লাবন নিয়ে ভারতকে দায়ী করার যে অভিযানে নেমেছে সেই দেশ, তার প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারতকে টোপে ফেলার পুরনো খেলায় ফিরেছে বাংলাদেশ। বোঝার চেষ্টা করুন (আপনি না বুঝলে কোনও পার্থক্য বুঝবেন না)। নদীর উপরের অংশে অতিরিক্ত বৃষ্টিপাত হলে সেই জল সমুদ্রে যাবে। কোনও বাঁধ, কোনও ব্যারেজ, কোনও চিনের প্রাচীর তা আটকাতে পারবে না।
এখন এমন হয় যে, আপনার আল্লা তাঁর অসীম জ্ঞানে বাংলাদেশকে (পাকিস্তানকেও) পথে বসিয়ে দেশটিকে বন্যার সমভূমিতে পরিণত করেছেন। ভারত যদি ব্যারেজের গেট বন্ধ করে প্রবাহ বন্ধ করার চেষ্টা করত, তাহলে জল ব্যারাজের পেছনে প্রবাহিত হতো, উপচে ও অন্য পথে যেভাবেই হোক বাংলাদেশে চলে যেত। তাই আপনার আল্লাহ যা করেছেন তার জন্য ভারতকে দোষারোপ করা বন্ধ করুন।
ভারতীয় আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট (এটি শ্রেণীবদ্ধ নয়) পর্যবেক্ষণ এবং সময়মত ব্যবস্থা নেওয়ার দিকে কিছু মনোযোগ দিন। বন্যা আশ্রয়স্থল নির্মাণ এবং উগ্রবাদীকরণ এবং হিন্দুদের টার্গেট করার দিকে কম মনোযোগ দিন। আমার পূর্বপুরুষদের দেশ ব্রাহ্মণবাড়িয়ার কষ্টের কথা শুনে আমার বিশেষভাবে দুঃখ লাগছে।”
তিনটি ছবি-সহ জনৈক নাজমুস সাজেদ চৌধুরী এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারত তার বাঁধ থেকে জল ছেড়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করেছে। আপনি এখনও ভাবছেন, কেন মানুষ ভারতকে এত ঘৃণা করে?” এর প্রেক্ষিতেই তথাগতবাবু প্রতিক্রিয়া জানিয়েছেন।