West Bengal

1 year ago

‘দুর্নীতির দেওয়াল’ পেরিয়ে ঢুকতে হবে বঙ্গ বিজেপির দুর্গামন্ডপে

Durga Puja BJP
Durga Puja BJP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করোনার প্রকোপ আর বঙ্গে বিধানসভা নির্বাচনের হারের স্মৃতি ভুলে মহা ধুমধামে দুর্গাপুজোর আয়োজন করেছে বঙ্গ বিজেপি শিবির। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।

এবার বঙ্গে পুজোর বড় চমক প্রদর্শনী, এই প্রদর্শনীর মাধ্যমে সরাসরি রাজ্যের জ্বলন্ত ইস্যু তুলে ধরা হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, ‘প্রদর্শনীতে ছবি, পেপারকাটিং, মডেল রয়েছে। মায়ের কাছে আবেদন করেছি আমাদের রাজ্যকে দুর্দশামুক্ত করতে। দুর্নীতির দেওয়াল থেকে আমাদের মুক্তি কর মা। রাজ্যের মানুষকে দুর্নীতি ও সন্ত্রাসের মধ্যে কাটাতে হচ্ছে। দুর্নীতির দেওয়াল থেকে ভিতরে গিয়ে মাকে বলছি রাজ্যটাকে রক্ষা করতে।’ 

অপা-র বাড়ির গেট থেকে এসএসসি দুর্নীতি, কয়লা থেকে গরু পাচারের দৃশ্য, ইডির গাড়ি, এমনকী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘উপস্থিতি’ও আছে বিজেপির ‘দুর্নীতির দেওয়াল’ প্রদর্শনীতে। রাজ্যের সামগ্রিক দুর্নীতি ও অস্থিরতার দৃশ্যপট তুলে ধরা হয়েছে এই দেওয়ালে। এই দুর্নীতির দেওয়াল পেরিয়ে ঢুকতে হবে বিজেপি আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপে। বাংলাকে ‘দুর্দশামুক্ত’ করতেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। 

আগমী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে নবান্ন অভিযান করেছে বিজেপি। দুর্গাপুজোকেও সরাসরি রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখল না বিজেপি। মূলত দুর্নীতির ইস্যুকে তাজা রেখে কর্মীদের উদ্বুদ্ধ করতে  শারদ উৎসবকে বেছে নিয়েছে বঙ্গ বিজেপি।

You might also like!